
নোয়াখালী প্রতিনিধি : নিহত সাংবাদিক নোয়াখালীর কোম্পানীগঞ্জের বুরহান উদ্দিন মুজাক্কিরের শেষ ইচ্ছা ছিল মোটরসাইকেল। পরিবারের কাছে এজন্য বায়না ধরেছিল। কিন্তু মোটরসাইকেলের শখ পূরণ হওয়ার আগেই না ফেরার দেশে চলে গেছেন তিনি।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) নিহত সাাংবাদিক মুজাক্কিরের বড় ভাই ফখরুদ্দিন জানান, প্রবল ইচ্ছা ছিল সংবাদ সংগ্রহ করারমুজাক্কিরের। গত কয়দিন আগে শখের একটি ডিএসএলআর ক্যামেরা কেনে। তবে তার শেষ ইচ্ছা ছিল একটি মোটর বাইক কেনার।
সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির গত ১৯ ফেব্রুয়ারি নোয়াখালী কোম্পানীগঞ্জের চাপরাশিরহাট বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ছবি তুলতে গিয়ে গুলিবিদ্ধ হন। পরদিন রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান।
তিনি আরও বলেন, ‘আমাদের ভাইদের ইচ্ছা থাকলেও সড়ক দুর্ঘটনার কথা চিন্তার করে মুজাক্কিরকে বাইন কিনে দিতে অনীহা ছিল বাবা-মায়ের। তবে তার (মুজাক্কিরের) জোরাজুরিতে এ মাসে একটি বাইক কেনার কথাও ছিল।’